হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ,

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ,

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে রবিবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির বিশেষ আভিযানিক দল গোবিন্দকাঠি নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মন্দির মোড় নামক স্থান হতে ৫ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল নটিজঙ্গল নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় থ্রিপিস জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ১ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল চান্দুরিড়া মাঠ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন