হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন কবির হোসেন আকন 

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন কবির হোসেন আকন 

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক চলতি (দায়িত্ব প্রাপ্ত) মো. কবির হোসেন আকন আনুষ্ঠানিকভাবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বভার হস্তান্তর করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে বরণ করে নেন।

 উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.১২.০২১.২৫-৫০১ নম্বর স্মারকের প্রজ্ঞাপনমূলে তালিকার ক্রমিক নং ১২, পিডিএস আইডি ২০১৬৭০২৯৮৫ মোঃ কবির হোসেন আকনকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে পদন করা হয়। দায়িত্বভার হস্তান্তর কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) অহিদা সুলতানা, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম, মো. মমতাজ হোসেন, মোঃ রবিউল ইসলাম, দীপা সিন্ধু তরফদার, সোনিয়া সুলতানা, মোঃ তাজুর হোসেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ হেদায়েতুল্লাহ সহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন