নিজস্ব প্রতিনিধি :
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের শোককে শক্তিতে পরিণত করে নতুন বাংলাদেশ গড়বো এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন এঁর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (দিবা) ওয়াহিদা ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মামুনুর রশিদ ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উযায়ের হোসাইন । এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ।
