হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাছাইয়ে ১০৬ জন শিক্ষার্থী নির্বাচিত

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাছাইয়ে ১০৬ জন শিক্ষার্থী নির্বাচিত

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য বাছাইয়ে ১০৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীতে ১ম সাময়ীক পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মোট ২৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মোট শিক্ষার্থীর ৪০%, ১০৬ জন শিক্ষার্থী ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য যে, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণত সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারে। তবে, সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় না, সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে এতে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন বলেন, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর। এ বছর বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। মোট চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো-১. বাংলা, ২. ইংরেজি, ৩. প্রাথমিক গণিত ও ৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবরের মতো সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ধরে রাখতে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা সাতক্ষীরাবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন