হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল তত্বাবধায়ক কার্যালয়ের আয়োজনে সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সুফিয়ান রস্তম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সদর হাসপাতালের আরএমও ডা. ফয়সাল আহমেদ, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এসএমএ মুক্তাদির তামিম প্রমুখ।

এমপি আশরাফুজ্জামান আশু এ সময় বলেন, সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎকদের মানব সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। হাসপাতালের সেবার মান উন্নয়নে চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিককে গুরুত্ব না দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগিদের সেবা দানে এগিয়ে আসতে হবে। সভার আলোচ্য সূচির মধ্যে কয়েকটি বিষয় সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন