হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষাণ-কৃষাণী দের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষাণ-কৃষাণীর নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ৫ নং শিবপুর ইউনিয়ন ও ১০ নং আগরদাঁড়ি ইউনিয়নের কৃষাণ-কৃষাণীরা কর্মশালায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, প্লাবনী সরকার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাতক্ষীরা, তাজুল ইসলাম উপ-সহকারী কৃষি অফিসার, অমল কুমার ব্যানার্জি, উপসহকারী কৃষি অফিসার, নাজমা আক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা, ও কামরুল হাসান ডালিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন