হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সদর উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা:সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সাতক্ষীরা সদর উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা:সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে  ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি সাতক্ষীরা সদরের আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মো. আবুল হোসেন এর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম টুকু, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, ক্রীড়া সহ-সম্পাদক শিক্ষক আব্দুর রউফ, ভাঁড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব, মির্জানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জালাল উদ্দিন, দ্য পৌল স্টার পৌর হাইস্কুলের অনামী কৃষ্ণ মন্ডল, একাডেমিক সুপারভাইজার সানজিদা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. ওসমান আলী, উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারি শেখ ফরিদ আহমেদ, উপজেলা ক্রীড়া সমিতি সহ-সম্পাদক মোঃ আবু সাঈদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু প্রমুখ।

সদর উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়। রেফারির দায়িত্ব পালন করেন ইমরান ফকির, সহকারি রেফারি হারুন খান ও ইকবাল আমিন। প্রথমার্ধের এবং দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের খেলায় কোন দলেই গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত খেলা দাঁড়ায় ট্রাইবেকারে। ৪-২গোলে ভাঁড়ুখালী মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ের ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালক-বালিকা ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবাসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন