হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা শহরের সুলতানপুরে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা শহরের সুলতানপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সুলতানপুর ৪নং ওয়ার্ড কাউন্সিলর’ অফিসের সামনে উক্ত কম্বল বিতরনের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বিশিষ্ট সমাজসেবক মীর হাবিবুর রহমান বিটু, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী ফরিদা ইয়াসমিন শিল্পী প্রমুখ। এসময় ৩ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন