হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা শহরের কুখরালী এলাকায় দেড় শতাধিক পরিবার পানি বন্দী

নিজস্ব প্রতিনিধি:

বিগত কয়েক দিনের ভারী বর্ষণের কারনে সাতক্ষীরা শহরের ৬নং ওয়ার্ডের কুখরালী গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। গত এক সপ্তাহ যাবত পানি বন্দী জীবন যাপনে অতিষ্ঠ পড়েছে গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ পানি নিষ্কাষনের কোনো সুব্যবস্থা না থাকায় জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকি এই পানি বন্দী অবস্থা থেকে মুক্তি পেতে কেউ কেউ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে বলে জানিয়েছে একাধিক গ্রামবাসী। তবে এবিষয়ে ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মারুফকে গ্রামবাসী অবহিত করলেও এখনও পর্যন্ত তিনি কোনো পদক্ষেপ নেননি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান। এলাকার মাঠ-ঘাট, বিল সবকিছু তলিয়ে গেছে। এমনকি রাস্তার ওপরও হাটুঁ সমান পানি জমেছে। বিগত কয়েক দিনের ভারী বর্ষণের কারনে সৃষ্ট জলাবদ্ধতার এখন গ্রামবাসীর মনে আংতকের সৃষ্টি করেছে। দেড় শতাধিক পরিবারের শিশুদের যেমন পড়ালেখায় বিগ্ন ঘটছে, তেমনি বয়োঃবৃদ্ধ কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার মতো কোনো যান চলাচলের ব্যবস্থাও দূরহ হয়ে পড়েছে।

এদিকে বাড়ির চারিপাশে নোংরা পানি জমে থাকায় এলাকায় ডেঙ্গু, চর্মরোগ, এমনকি ডায়ারিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে এমন আশংকাও বাসা বেঁধেছে গ্রামবাসীর মনে।

উল্লেখ্য: জলবদ্ধতা নিরসনে যথাযথ কর্তপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন