নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খান এর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে পরিবারের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে মরহুমা এড. হাসনা হেনা খানের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমার স্বামী সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, মরহুমার একমাত্র সন্তান পিথার রবিউল খানসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বক্তব্য রাখেন।
দোয়া অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে স্মৃতিচারণ করে বক্তব্যে বলেন, সমাজের মানুষের কল্যাণে ও সামাজিক আন্দোলনের মহীয়সী নারী নেত্রী সাতক্ষীরা ল কলেজের প্রভাষক বিশিষ্ট আইনজীবী এড. হাসনা হেনা খান ছিলেন অসহায় মানুষের অধিকার আদায়ে সংগ্রামের প্রতীক। তিনি তার কর্ম গুণের মাঝে স্মরণীয় হয়ে বেঁচে থাকবেন। মহান আল্লাহর ডাকে তাঁর এ চলে যাওয়া সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কাঁদিয়েছে। সাতক্ষীরাবাসী তাঁর ত্যাগ ও মানুষের জন্য ভালোবাসা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি নাগরিক নারী ঐক্য জেলা শাখার সভানেত্রী ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক, একাধারে তিনি আইনজীবী, শিক্ষক ও নারী অধিকার আন্দোলনের পরিচিত মুখ ছিলেন। মরহুমা এডভোকেট হাসনা হেনা খান একজন সমাজসেবী, সৎ নিষ্ঠাবান ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন সদা হাস্যজ্জল মানুষ ছিলেন। তিনি ব্যক্তি জীবনেও একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।
দোয়া অনুষ্ঠানে মরহুমার কর্মজীবন, রাজনৈতিক জীবন ও পেশাগত তাঁর দীর্ঘ সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয় দোয়া অনুষ্ঠানে। বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উজ্জ্বলতম নক্ষত্র এড. হাসনা হেনা খানের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বিশিষ্ট আইনজীবী মরহুমা এড. হাসনা হেনা খানের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করে দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া অনুষ্ঠানে রাজনৈতিক, আইনজীবী, রাত্রে ল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবারের আত্মীয়-স্বজন ও এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।
