জামাল উদ্দীন:
সাতক্ষীরা জেলাকে রেডজোন ঘোষনা করে পুরাপুরি লকডাউন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৬ জুন রাতে দেশের ৩ বিভাগের ৫০ জেলাকে লকডাউন করা হয়।এর মধ্যে রেডজোন, গ্রীনজোন,ইয়েলোজোন সংকেত দেখানো হয়েছে।যার মধ্যে সাতক্ষীরা রেডজোন সংকেত।সাতক্ষীরায় এ পর্যন্ত ৪৭ জন করোনা পজেটিফ রুগী সনাক্ত হয়েছে।এ জেলার মানুষ করোনা প্রতিরোধ নিয়ম কানুন মেনে চলছে না।যে কারণে এখানে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন সনাক নেতৃবৃন্দ। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে আজ রোববার ৭ ই জুন থেকে কিছু স্থানে জোনিং ব্যাবস্থার মাধ্যমে লকডাউন কার্যকর হচ্ছে।গ্রীণজোনের সতর্কতা এবং ইয়েলোজোনে সংক্রমণ যেন আর না বাড়ে সে জন্য বিশেষ ব্যাবস্থা নেওয়া হবে।রেডজোনে করোনা বিশেষ গাইডলাইন অনুযায়ী কঠোর হবে পুলিশ।এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন মোহাম্মাদ হোসাইন সাফায়াৎ শাফায়ৎ জানিয়েছন জেলায় করোনা রুগী ৪৮ জন।যেখানে লাখে ৩০ জন আক্রান্ত সেখানে রেডজোন।জেলায় এখনও অবস্থা ভাল।