নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা বিভিন্ন সীমান্ত থেকে গত এক মাসে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। গত পহেলা ফেব্রæয়ারি থেকে ২৮ ফেব্রæয়ারি-২০২৫ পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা এবং বাঁকাল ও ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে গত এক মাসে বিজিবি সদস্যরা ৪৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ১ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ইমিটেশন গহনা, চোরাচালানী মালামাল পরিবহনের দায়ে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশী ৩ টি ট্রাক, ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪ হাজার বস্তা মেয়াদর্উর্ত্তীন ভেজাল সার, ১ কোটি টাকা মূল্যের ২৫ হাজার মণ কাঠ ও অন্যান্য মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক উক্ত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা রাখা হয়েছে।