মাহফিজুল ইসলাম আককাজ :
জুলাই গণঅভ্যুত্থান পালন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন, মাদক বিরোধী থিমসং সংশ্লিষ্ট ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের হলরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী শহীদদের কথা ও আহত ছাত্রদের পঙ্গুত্ব জীবনের চিত্র তুলে ধরা হয় এবং মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বিষয় উপস্থাপন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবলু স্বর্ণকার, মোঃ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক সম ওয়ালিদুর রহমান, সুদর্শন রপ্তান, মোঃ মনিরুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।