হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্টের  বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণী

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্টের  বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণী

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে ক্রীড়িয়া নৈপুণ্যে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের একজন দক্ষ ক্রীড়াবিদ ও খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় এক মিলন মেলায় পরিণত হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর ) সকালে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম। খেলার মাঠে এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী ক্রীড়া নৈপুণ্য ফুটবল খেলা প্রদর্শনে মুখরিত করে তোলে। এক আড়ম্বরপূর্ণ পরিবেশে শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ খেলাটি উপভোগ করতে থাকে, এযেন এক শিশুদের মিলন মেলা।

সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগা ময়দানে আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন স্কুলের শাপলা দল ও লোটাস দল। প্রথমার্ধের খেলায় লোটাস দল ১টি গোল করতে সক্ষম হয়। জবাবে শাপলা দল নির্ধারিত ১ ঘন্টার খেলায় ২টি গোল করে লোটাস দলকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয় শাপলা দল। ফুটবল খেলায় সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মাহিম আহম্মেদ ও ফেবিয়ান গাইন। এসময় কোমলমতি শিক্ষার্থীরা মাঠে বিজয়ের উল্লাসে মুখরিত করে তোলে। অনুষ্ঠানের ধারাভাষ্যকার ছিলেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও ফুটবল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বিশ্বজিত দাশ, লাইচ ম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কার্তিক রং।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কৃষ্ণপদ কুলীন, পূজা দত্ত, রহিমা খাতুন, সুশান্ত ঘোষ, আন্না পারভীন, মেহনাজ আক্তার, মনোতোষ রায় প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন