হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝে পেতে এবার আল্টিমেটাম দিলেন বিএনপি নেতা চিশতী

সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝে পেতে এবার আল্টিমেটাম দিলেন বিএনপি নেতা চিশতী

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাত দিনের মধ্যে এবার সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সময় বেধে দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পৌরসভায় হাজির হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট হাইকোর্টের রায়ের কপি প্রদান শেষে তিনি এ সময় বেধে দেন।

বিএনপি নেতা চিশতি এসময় বলেন, ২০২৩ সালে মেয়র পদে নির্বাচিত হয়েও বিগত ফ্যাস্টিট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারনে বে-আইনীভাবে মেয়র পদ শুণ্য ঘোষনা করে উপ-নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়। উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত তা স্থগিতাদেশ প্রদান করেন। দীর্ঘ শুনানি অন্তে চলতি বছরের ১২ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রুলটি নিস্পত্তি করেন। এর ফলে মেয়র পদে তার আর দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে তিনি দাবী করেন। তিনি এসময় আইনগতভাবে এখনো নিজেকে মেয়র দাবি করে আরো বলেন, সরকার যেহেতু পৌরসভায় প্রশাসক বসিয়েছে। আমি সেটিকে সম্মান দেখিয়ে গত ৭ মে আমি আমার আইজীবির মাধ্যমে মেয়রের কার্য পরিচালনা করার জন্য উকিল নোটিশ পাঠিয়েছি। কিন্তু আজ অবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এসময় আগামী সাত দিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়ার ঘোষনা দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন