হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার পৌরসভার সামনে গণ অবস্থান কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি:

সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে ২৫ জুন রোববার সকাল ১০টায় পৌরসভার সামনে গণঅবস্থান কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে জেলা নাগরিক কমিটি। শুক্রবার সকাল ১০টায় সংগঠনের এক সভা আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ওবায়দুস সুলতান বাবলু, শেখ সিদ্দিকুর রহমান, শেখ হারুণ অর রশিদ, আব্দুস সাত্তার, মো.ইদ্রিশ আলী, মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবুল, আবুল কালাম আজাদ, এড. মুনির উদ্দীন, কওসার আলী, নিত্যানন্দ সরকার, গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ পানির গ্রাহক নিয়মিত পানি পান না। যে পানি সরবরাহ করা হয় তা ব্যবহারের উপযোগী নয়। কমপক্ষে ৭৫ ভাগ গ্রাহকের পানির মিটার নেই। ফলে কোন গ্রাহক প্রতি মাসে ১০ কিউবিক মিটার পানি ব্যবহার করে যে পরিমান বিল প্রদান করেন, আবার কোন গ্রাহক ১০০ কিউবিক মিটার পানি ব্যবহার করে সেই একই বিল প্রদান করেন। অবৈধ ভাবে সংযোগ নেওয়া গ্রাহকদের চিহ্নিত না করেই তাদেরকে পানি ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়। পানি সরবরাহ শাখার অনেক কর্মচারী কোন কাজ না করেই মাসে মাসে বেতন ভাতা তুলে নিচ্ছেন। পৌরসভায় গণশুণানীতে উত্থাপিত ও নাগরিকদের এধরনের অসংখ্য অভিযোগের সমাধান না করেই এবং সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের কোন অনুমোদন না নিয়ে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি পানির অতিরিক্ত বিল প্রত্যাহারে গণদাবী আদায়ে পৌরবাসীকে রোববারের গণ অবস্থান কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন