নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা পৌরসভায় ২৯ ডিসেম্বর সোমবার সকালে পৌরসভা হল রুমে সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও সদস্যদের নিয়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।
রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় পৌরসভা কো-অডিনেটর সবুজ কুমার সাহা সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়, তিনি বলেন,অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌরসভার ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও কতৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনাগুলো সকলের মাঝে উপস্থাপন করেন গোফরইম্প্যাক্ট প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জোহুরা খাতুন মীরা। জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা আলোচনার মাধ্যমে তুলে ধরা হয় । উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়।উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে পৌর বাসী জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে সকলে আশা করেন।
