নিজস্ব প্রতিনিধি :
জেনে এসেছি মানুষ,মানুষের জন্য জীবন,জীবনের জন্য কিন্তু মানবতা আজ কোথায় ? সমাজের মানুষের বিবেক, মনুষ্যত্ব যখন হারিয়ে যায় মানুষ তখন পশুতে রূপ নেয় । কতটা নিষ্ঠুর পিতামাতা না হলে আজ নবজাতক সন্তানকে রাস্তায় ফেলে যায় ।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শনিবার (১৪মার্চ) দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটে থানার শাকদাহ নামক স্থানে । পাটকেলঘাটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের শাকদাহের খালের পাড় থেকে কাপড়ে জড়ানো সদ্য ভূমিষ্ঠ এক মেয়ে নবজাতক উদ্ধার করেছে সবুজ সরদার নামে এক এ্যাম্বুলেন্স চালক ।
সবুজ সরদার জানান, বর্তমানে আমার ঘরে আটমাসের একটি কন্যা সন্তান রয়েছে আমি তাকে নিজের সন্তানের মতই মানুষ করতে চাই । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ।
বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদের সাথে কথা বললে তিনি জানান , খবর পওয়া মাত্র আমারা ঘটনা স্থল পরিদর্শন করে আসি । শিশুকন্যাটিকে যেহেতু কেউ এসে দাবি করেনি , সেজন্য সবুজের জিম্মায় রেখে এসেছি । বাকি ব্যবস্থা তদন্ত সাপেক্ষে গ্রহণ করা হবে ।