দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম কে আটক করেছে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। সোমবার মধ্যরাতে উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা তাহাজ্জেদ হাজীর কাঠের মিলের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম সখিপুরের শামসুর রহমানের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থানে ফেনসিডিলের চালান পাঠিয়ে আছিলো সে। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের এএসপি শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল মাঝ সখিপুর ধোপাডাঙ্গা গ্রামস্থ তাহাজ্জেদ হাজীর কাঠের মিলের সামনে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিলসহ মনিরুলকে আটক করে।
এসময় মাদক চোরাচালানে ব্যবহৃত মনিরুলের মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করে র্যাব। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পরবর্তী ফেনসিডিল ও জব্দকৃত অন্যান্য মালামালসহ আটক মনিরুলকে দেবহাটা থানায় সোপর্দ করে র্যাব।