হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু গ্রেপ্তার

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহরে বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট শেষে ধুলিহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অহেদ আলীকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে তার সাতক্ষীরা শহরের প্রাণসায়র এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরনে জানা যায়, ২০২০ সালের ২৬ মার্চ দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের বাড়িতে ঢুকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্উদ্দিন ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুলের নির্দেশে ধুলিহর গ্রামের নবাত আলী গাজীর পুত্র অহেদ আলীর স্ত্রীর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, ছয় ভরি সোনার গহনা ও একটি মটর সাইকেল ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুট ও ভাঙচুর করে। এরপর অহেদ আলীকে মারতে মারতে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নির্যাতন করে খুন করে লাশ পার্শ্ববর্তী একটি বাগানে ফেলে রেখে যায় এঘটনায় গত বছরের ২৭ আগষ্ঠ নিহত অহেদ আলীর স্ত্রী পারুল বেগম বাদি হয়ে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতক্ষীরা সদর সার্কেলের তৎকালিন অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দিন, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল মামলাটি এজাহার হিসেবে গণ্য করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সাথে একজন সহকারি পুলিশ সুপার বা পুলিশ সুপার মর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী গত ৩ সেপ্টেম্বর মামলাটি থানায় রেকর্ড করা হয়। তবে মামলায় উল্লেখিত ৫৭ জনের মধ্যে সাইফুল করিম সাবুর নাম নেই। তিনি এমামলার সন্দিগ্ধ আসামী বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবুকে অহেদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি ওই মামলার একজন সন্দিগ্ধ আসামী বলে ওসি আরো জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন