নিজস্ব প্রতিনিধি :
শুক্রবার জুমার নামাজ বাদ সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারা অন্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘীয়ু কামনা করে দোয়া করা হয়।
সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম করোনায় আক্রান্ত। তাদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
গতকাল সাতক্ষীরা মুন্সিপারায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম আওয়াল তার আত্তার মাগফিরাত কামনা করে এই সময় দোয়া করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপধর্ম বিষয়ক সম্পাদক সাহেদুজ্জামান সাহেদ এর উপস্থিতে উক্ত মিলাদ মাহফিলে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন (হিমেল), সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শাহেদ পারভেজ ইমন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফিজুর রহমান শোভন,সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলিফ খান,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন-সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক শাদমান সাকিফ রেজা,নাঈম সরোয়ার, পৌর ছাত্রলীগ নেতা ফারিব আজমির সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী উক্ত দোয়া মাহফিলে অংশ নেয়।