নিজস্ব প্রতিনিধি :
বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে ১১টার সাতক্ষীরা জেলা স্টেডিয়াম সংলগ্ন শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন হিমেলের উদ্যোগে উক্ত কর্মসূচিতে অংশ নেই পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাফুজ আলী সুজল, পৌর ছাত্রলীগের নেতা সৈয়দ রহিত মোসলেম, জিএম ফরহাদ ও সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শেখ শীতল।
এই সময় ছাত্রলীগ নেতা হিমেল জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মেনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে সবসময় প্রস্তুত। তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ঘূর্ণিঝড় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছি। এছাড়া ধানকাটা কর্মসূচিতে অংশ নিয়েছি। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী বৃক্ষরোপণের এই কর্মসূচির মধ্য দিয়ে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অংশ নিবে এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে এই আশা ব্যক্ত করেন।