নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দেবহাটা উপজেলার বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সাতক্ষীরার সিনিয়র সহকারী পরিচালক শেখ আমিনুল ইসলাম, বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মুফাচ্ছিনুল ইসলাম তপু, মো. আলতাপ হোসেন ও রেফারী শেখ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণে দেবহাটা উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনা সভা শেষে এ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সাতক্ষীরার সিনিয়র সহকারী পরিচালক শেখ আমিনুল ইসলাম, বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মুফাচ্ছিনুল ইসলাম তপু, মো. আলতাপ হোসেন ও রেফারী শেখ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণে দেবহাটা উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনা সভা শেষে এ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।