নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের কবর জিয়ারত করেছেন, বাংলাদেশের অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনীর।
তিনি বৃহষ্পতিবার বিকেল তিনটায় দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, ডেপুটি এটর্ণি জেনারেল সুদীপ কুমার চ্যাটার্জী, সহকারি এটর্ণি জেনারেল মোঃ শাহীন মৃধা. সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোহাম্মদ হোসেন ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ।
এসএম মুনীর এ সময় মরহুমের পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি মুনসুর আহমেদের কর্মময় জীবন সকলের পাথেয় হোক উল্লেখ করে বলেন, ২০০২ সালের ৩০ আগষ্ট কলারোয়া বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অন্যতম সাক্ষী ছিলেন, মরহুম মুনসুর আহমেদ। অথচ তিনি রায়টা দেখে যেতে পারলেন না। এটা খুবই দুঃখজনক। জাতি মুনসুর আহমেদের মুক্তিযুদ্ধ চলাকালিন সময়কার কথা চিরদিন মনে রাখবে।
প্রসঙ্গত ঃ তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (পহেলা ফেব্রুয়ারী-২০২১) রাত সোয়া ১১ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরদিন মঙ্গলবার তাকে তার গ্রামের বাড়ি দেবহাটার পারুলিয়ায় পারবিারিক কবরস্থানে দাফন করা হয়।
s
