নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহি কমিটি থেকে নির্বাচিত যুগ্ম সম্পাদক এড. নুরুল আমিন ও কোষাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ ৪ জন এক যোগে পদত্যাগ করেছেন। প্রধান নির্বাচন কমিশনারসহ আইজীবি সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর রবিবার (৪ জানুয়ারী) এ পদত্যাগ পত্র দাখিল করেন তারা।
পদত্যাগকারী অন্য দুই জন হলেন, জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহি কমিটির সদস্য আসাদুর রহমান বাবু ও সুনিল কুমার ঘোষ।
পদত্যাগ পত্রে সংগঠনটির যুগ্ম সম্পাদক এড. নুরুল আমিন উল্লেখ করেছেন যে, বতর্মানে সমিতির গঠনতন্ত্র বর্হিভূত কার্যাদি ও আমাকে যুগ্ম সম্পাদক এর কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। বিধায় গঠন্ত্র অনুযায়ী আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আমি উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী। অতএব আমার পদত্যাগ পত্র গ্রহণ করে আমার উপর অর্পিত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি দানে বাধিত করবেন।
এছাড়া বাকী তিন জন সদস্য তাদের ব্যক্তিগত সমস্যার কারনে পদত্যাগ করেছেন বলে তাদের আবেদনে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে এড. নুরুল আমিন জানান, আইজীবি সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না। সভাপতি এড. শাহ আলম ও সাধারণ সম্পাদক এড. শেখ ইমদাদুল ইসলাম তাদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেন এবং তাদের ইচ্ছায় সকল কাজ সম্পন্ন করেন। আমাদের দায়িত্ব, আমাদেরকে পালন করতে দেয়া হয় না। বেলবন্ড, ওকালত নামা ও হাজিরা ছাপানোর দায়িত্ব জেলা আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদকের। কিন্তু সে দায়ীত্বও আমাকে দেয়া হয় না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শেখ ইমদাদুল ইসলাম জানান, ৪ জনের পদত্যাগ পত্র হাতে পেয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য ঃ এর আগে সংগঠনটির নির্বাচিত সদস্য এড. সাইদুজ্জামান জিকোও পদত্যাগ করেছেন। নির্বাচিত ১১ সদস্যে মধ্যে ইতিমধ্যে ৫ জন পদত্যাগ করায় আইজীবি সমিতির কার্যক্রম মুখ থুবড়ে পড়বে বলে একাধিক আইনজীবি জানান।
