হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ হলেন আশাশুনি এসিল্যান্ড শাহীন সুলতানা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সদাশয় সরকারের উন্নয়ন চেতনায় সম্পৃক্ত ও সম্মৃদ্ধ হয়ে জনসেবা এবং (ভূমি) সেবা গ্রহীতাদের নিরলসভাবে সেবা প্রদানের প্রচেষ্টায় ব্যপৃত হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানাকে শ্রেষ্ঠ এসি ল্যান্ড হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জেলার শ্রেষ্ঠ নির্বাচিত সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা ২০/০২/২০২০ যোগদান করে (ভূমি) সেবার পাশাপাশি ৪৩৭টা মামলায় ৪ লক্ষ্য ৭৬ হাজার ৯০০ টাকা সরকারের রাজস্ব আয় দেখিয়েছেন। এছাড়া উপজেলার ১১ টি ইউনিয়নে প্রায় ২০ একর সরকারি জমি জবর দখলকারীদের হাত থেকে উদ্ধার করেছে। মুজিব শতবর্ষের গৃহ নির্মাণের সুন্দরভাবে তদারকি করেছেন।

তিনি মহামারী করোনাকালীন মহাসঙ্কটে ভয়কে জয় করে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়ন ও জনগণকে সচেতন করার লক্ষ্যে উপজেলার ১১ টি ইউনিয়নে কাজ করে সকলের মন জয় করেছিলেন। এ কঠিন দায়িত্ব পালনের সময় সময় তিনি করনায় আক্রান্ত হয়েছিলেন। এরপরও তিনি জীবনকে বাজি রেখে দেশ ও জাতির স্বার্থে জন সাধারনের রক্ষায় নিরলসভাবে কাজ করে সর্বোপরি তিনি সকলের কাছে একজন মানবিক এসিল্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছেন। সে কারনে সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ এসি ল্যান্ড হিসাবে নির্বাচিত হন।

জেলার শ্রেষ্ঠ নির্বাচিত সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছেন আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি সাংবাদিক এমএম সাহেব আলী,সাধারন সম্পাদক শহীদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন