হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা জেলার দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

সংকল্প ডেস্ক:

আজ ১৫ ডিসেম্বর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী । এ সময় তিনি পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশ,সাতক্ষীরার একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তারপর তিনি খুলনা রাস্তার মোড়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃসজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃআমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃআমিনুর রহমান,সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন