অনলাইন ডেস্ক :
সাতক্ষীরায় আম্ফানের পর বেঁচে থাকার লড়ায়ে হাজার হাজার মানুষ, আজ আশাশুনি উপজেলার আনুলিয়া ভেঁড়ীবাধ স্বেচ্ছায় নির্মাণ করেন। ভোর হতেই হাজার হাজার জনতা সেচ্ছায় শ্রম দিয়ে দুই কি.মি. বাঁধের ১৩ টি স্থানে ভাঙ্গনে বাঁধ দিয়ে নজির বিহীন কাজটি করেছে আনুলিয়াবাসী। জেলা পুলিশের সহায়তায় অসাধ্য কাজটি করেন স্থানীয়রা।
কিন্তু প্রশ্ন হচ্ছে সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের কাজ কি? যখনি প্রকৃতি দূর্যোগ দেখা দেয়, তখনি পানি উন্নয়ন বোর্ড নড়েচড়ে বসে। বাজেট হয় কিন্তু দৃশ্যত পরিকল্পিত স্থায়ী কোন কাজ হয়না। নয় ছয় করে গোঁজামিল দিয়ে বাঁধ নির্মাণ করা হয়। ফলে ভাঙ্গা গড়ার এই চোর পুলিশ খেলা চলতেই থাকে। কেন স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়না। কেন বারবার এই অঞ্চলের মানুষকে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে? প্রশ্ন ভূক্তভোগীদের।