নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মাসব্যাপী নিন্মআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনের দুই দিন পর এধরণের কার্যক্রমকে স্বাগত জানাতে গেলেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি । চেম্বার অব কমার্স এই দুর্যোগে অসহায় মানুষের বাড়ির খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার যে কর্মসূচী গ্রহণ করেছে,তিনি তার প্রশংসা করেন । সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় চেম্বার সভাপতির কার্যালয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি আরো বলেন, ‘সাতক্ষীরায় করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে যে সব শ্রমিক, দোকানদার ও ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছে তাদের তালিকা তৈরি করে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করতে হবে। যারা মধ্যবিত্ত কারও কাছে সাহার্য্য চাইতে পারেনা তাদের বাড়িতে গোপনে খাদ্য সহায়তা পৌছাতে হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সচেতনতার সাথে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দদের স্ব-স্ব অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান এমপি রবি।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ঊর্ধ্বতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, কনিষ্ঠ সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, মো. তাহমিদ সায়েদ চয়ন, শেখ আবুল বাশার পিয়ার, মো. সহিদুল হোসেন, মো. জাকির হোসেন লস্কর, সৈয়দ শাহিনুর আলী, আব্দুল্লাহ আল-মামুন, গোলাম আজম, দ্বীনবন্ধু মিত্র, মো. মশিউর রহমান, আসাদুজ্জামান সেলিম ও শেখ শাহীনুর রহমান বাবু প্রমুখ।