হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 75 ভিউজ

নিজস্ব প্রতিবেদক :

মহামারী করোনা ভাইরাসের কারনে মানুষ আজ খাদ্য সংকটে পড়েছে তাই এ সংকট কাটাতে সামাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি ।

শুক্রবার সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ সব কথা বলেন। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান, ডিবির ওসি মহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, সরকারের আইন সকলকে মানতে হবে। অকারণে বাইরে ঘোরাঘুরি করলে জরিমানা গুনতে হবে। আইন না মানলে মানুষের ও দেশের অপুরনীয় ক্ষতি হবে যা কাটিয়ে ওঠা সম্ভব নয়। মসজিদের ইমামদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আপনারা ওয়াক্তের নামাজে ৫ জন এবং জুম্মার নামজে ১০ জনের বেশী মসজিদে নেবেন না। এটি রাষ্ট্রের নির্দেশ। আপনারা এটা মানার জন্য মুসল্লীদের বোঝাবেন।

সমাজে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে। প্রয়োজন হলে আপনারা আমাকে জানাবেন তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। বিশেষ অতিথি আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ তার বক্তবে বলেন, সর্ব সাধারণকে বলবো আপনারা ঘরে থাকুন। বাইরে যাবেননা। সরকারের আইন মেনে চলুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠনটিতে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী এনছান বাহার বুলবুল, ব্যবসায়ী শেখ কামরুজ্জামান মুকুল, ব্যবসায়ী কাজী মনিরুজ্জামান মুকুল, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, ব্যবসায়ী শেখ আবুল বাসার পিয়ার, ব্যবসায়ী মো: সহিদুল হোসেন, ব্যবসায়ী জি এম মনিরুল ইসলাম মিনি, ব্যবসায়ী মো: জাকির হোসেন লষ্কর, ব্যবসায়ী সৈয়দ শাহিনুর আলী, ব্যবসায়ী শেখ কামরুল হক চঞ্চল, ব্যবসায়ী গোলাম আজম, ব্যবসায়ী দিনবন্ধু মিত্র, ব্যবসায়ী মো: মশিউর রহমান, ব্যবসায়ী আসাদুজ্জামান সেলিম, ব্যবসায়ী শেখ শাহীনুর রহমান বাবু। খাদ্য সামগ্রী বিতরণ করা হয় কাঠমিস্ত্রি, মটর সাইকেল চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও হতদরিদ্রদের মধ্যে। মাসব্যাপী এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন