হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম সজিব (১৬), নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নলতা থেকে মোটর সাইকেলে যোগে বাড়ি ফেরার পথে ভাড়াশিমলার সোনাটিকানী নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দাদপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ও শ্যামনগর উপজেলার জয়নগর কাশিমাড়ি আমিনিয়া আলিয়া মাদ্রাসার দাখিল পড়ুয়া শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নলতা থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল সজিব। পথিমধ্যে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকানী নামক স্থানে পৌছালে অসাবধানতা বসত নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়।

এসময় পথচারীরা তাকে উদ্ধার করে, নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সঞ্জিব সমাদ্দার লাশের সুরতহাল রির্পোট তৈরী শেষে কারও কোন অভিযোগ না থাকায় নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। এদিকে এই মাদ্রাসা শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন