কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে করোনা এক্সপার্ট টিমের সদস্যদের হাতে পিপিই বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ৫ই রবিবার সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এর দিক নির্দেশনায় রেডিও নলতার স্টেশন ম্যানেজার এবং কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের এডমিন এ্যান্ড কো-অর্ডিনেটর সেলিম শাহারীয়ার কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের ১২ টি ইউনিয়নের টিম লিডারদের হাতে এবং ইউনিয়ন সদস্যদের জন্য নির্দিষ্ট ড্রেস সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী টিম লিডারদের দায়িত্ব ও অন্যান্য সদস্যদের সার্বিক বিষয়াদি সম্পর্কে লক্ষ্য রাখার জন্য পরামর্শ প্রদান করেন।