হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা কালিগঞ্জে অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্থার কমিটি গঠন

সাতক্ষীরা কালিগঞ্জে অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্থার কমিটি গঠন

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ

জাহাঙ্গীর আলম (কালিগঞ্জ) সাতক্ষীরা :
২৪ শে জুলাই কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বিকাল ৫টার সমায় সংস্থার সদস্যদের উপস্থিতে আলোচনা সভা ও আগামি দুবছরের জন্য কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে পুনায়ায় ডি.এম নাছিরউদ্দিন (লাভলু) কে সাভাপতি নির্বাচিত করা হয়েছ।

সাধারন সম্পাদক ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ হোসেন (অপি) কে নির্বাচিত করা হয়েছে।ভদ্রখালী অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার উদ্দেশ্য ও লক্ষ মুমূর্ষ রুগীরদের জন্য রক্তদাতা নিশ্চিত করা। আর্তমানবতার সেবা নিয়ে প্রতিষ্ঠিত অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্থাটি ২০১৪ সালের ২৫ শে নভেম্বর কার্যক্রম শুরু করে। দীর্ঘ সময় সংস্থাটি মুমূর্ষ রোগীদের সেবা দিয়ে আসছে।

এ সমায় সংস্থার সহ সাভাপতি নূর ইসলাম বাবু সকল প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। ভদ্রখালী অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার পক্ষ থেকে সকলের নিকট সহযোগিতা দোয়া ও পরামর্শ প্রর্ত্যাশা করেন। অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্থার থেকে যেকোন গ্রুপ রক্তের প্রয়োজন হলে ও সেচ্ছাই রক্তদান করতে, ফোন করুন অন্ত্যায়ু স্বেচ্ছায় রক্তদান সংস্হার সাভাপতি ডি.এম নাসির উদ্দিন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন