হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা কলেজের ‘প্লাটিনাম জুবলি’র নিবন্ধন ফি পুন:বিবেচনা জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন

সাতক্ষীরা কলেজের ‘প্লাটিনাম জুবলি’র নিবন্ধন ফি পুন:বিবেচনা জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ‘‘প্লাটিনাম জুবলি’’ অনুষ্ঠানে অংশগ্রহণে প্রাক্তন ও চলমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি পুন:বিবেচনার জন্য জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টা ৪০ মিনিটে জেলা ই-সেবা কেন্দ্রে হাজির হয়ে ১০৫ জন স্বাক্ষরিত এ আবেদন জমা দিয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন ও চলমান শিক্ষার্থীরা।

আবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘সাতক্ষীরা সরকারি কলেজ।’ এই কলেজের শুরু থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন সমাপ্ত করেছে। বর্তমান শিক্ষার্থী রয়েছে প্রায় ২০ হাজার। অনেকে ঝরে গেছে, অনেকে মৃত্যুবরণও করেছে। অনেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনেকে বৈষম্যহীন সমাজ বির্নিমাণে নেতৃত্বের পাশাপাশি জীবন সংগ্রামের কঠিন বাস্তবতার মূখোমুখি হয়ে মানবেতর জীবন-যাপন করিতেছে, অনেকে শারীরিকভাবে অসামর্থ্য, অস্বচ্ছল দরিদ্র শ্রমজীবী। এদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, কুলি, রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক, মটর সাইকেল মিস্ত্রী ও চালক, মুদি দোকানদার, সুইপার, ঝাড়–দার, আয়া, ড্রাইভার, নাপিত, অফিস সহকারীর সংখ্যাই বেশি। এমতাবস্থায় সাতক্ষীরা সরকারি কলেজ প্লাটিনাম জুবলি উদযাপন কমিটি ‘প্লাটিনাম জুবলি’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে ২ হাজার টাকা ও চলমান শিক্ষার্থীদের ক্ষেত্রে ১ হাজার টাকা চাপিয়ে দিয়েছে যা নিছক অমানবিক। এই টাকা নিবন্ধন ফি ধরে রেজিষ্ট্রিশন কার্যক্রম উদ্বোধন করা সর্বশ্রেণি পেশার শিক্ষার্থীদেরকে অংশগ্রহণে বাঁধা দেওয়ার সামিল। এই ক্ষেত্রে শতকরা প্রায় ৯০ ভাগ প্রাক্তন ও চলমান শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। এই ‘প্লাটিনাম জুবলি’ ইতিহাস বিজড়িত অনুষ্ঠন। শুধুমাত্র মানের দিকে দেখতে যেয়ে উদযাপন কমিটির চাপিয়ে দেওয়া নিবন্ধন ফি অধিকাংশ প্রাক্তন ও চলমান শিক্ষার্থীদের সামর্থের বাইরে চলে যাবে। তাই, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন ও চলমান শিক্ষার্থীদের সামর্থের কথা অবশ্যই ভাবতে হবে। প্রয়োজনে অনুষ্ঠানকে সার্বজনীন তথা সকল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধন ফি চলমান শিক্ষার্থীদের জন্য ২’শ টাকা, শ্রম-কর্ম-পেশার প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ৪’শ টাকা, প্রথম শ্রেণির চাকুরিজীবীদের জন্য ১ হাজার টাকা, উচ্চ পর্যায়ের চাকুরীজীবীদের জন্য ১৫’শ টাকা, ধর্নাঢ্য ব্যবসায়ীদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করে ‘প্লাটিনাম জুবলি’ অনুষ্ঠানটি প্রাণবন্ত ও নান্দনিক করা যেতে পারে। সেমতে প্রাক্তন ও চলমান শিক্ষার্থীদের ‘প্লাটিনাম জুবলি’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি পুন:বিবেচনার অবশ্যই দাবি রাখে।

আরো জানা গেছে, জেলার অভিভাবক হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ‘‘প্লাটিনাম জুবলি’’ অনুষ্ঠানের প্রাক্তন ও চলমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি পুনঃবিবেচনা করিতে এবং অত্র অনুষ্ঠানকে সার্বজনীন করিতে আপনার (জেলা প্রশাসক মোস্তাক আহমেদ) সদয় হস্তক্ষেপ এবং সুদৃষ্টি কামনা করেন তারা।

এ বিষয়ে জেলা ই-সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ফেরদৌসী বলেন, আবেদনটি গ্রহণ করা হয়েছে। ডিসি স্যারের স্বাক্ষর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হবে। এরচেয়ে বেশি কিছু বলতে পারবো না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন