কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা ৩৩বিজিবি’র অভিযানে ২কেজি ৫শ’৫০ গ্রাম রূপাসহ এক যুবক আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করা হয়।
এসময় এই কাজের সাথে জড়িত থাকার অভিযোগে উত্তর ভাদিয়ালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মোরশেদ আলম (২২) কে আটক করা হয়। মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থানে অভিযান পরিচালনা করেন।
এসময় সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস এর ৯আরবি সন্নিকটে জিরো পয়েন্ট থেকে ২কেজি ৫শ’৫০ গ্রাম রূপার গহনা, ৪বোতল ফেনসিডিল ও ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ওই যুবককে আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-আটককৃত যুবককের নামে মামলা হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যাংক কর্মকর্তাসহ আহত-৫ জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড় খোরদো গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক হামলা-সংঘর্ষে আজিজ-কোঅপারেটিভ-কমার্স-এন্ড-ফাইন্যান্স-ক্রেডিট-সোসাইটি-লিঃ ব্যাংক কর্মকর্তাসহ ৫জন আহত হয়েছে। আহতদের স্থানীয় খোরদো ক্লিনিক ও কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে-শনিবার (৮জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের বড় খোরদো মোড়ে। আহতরা জানান-পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে বড় খোরদো গ্রামে ব্যাংক কর্মকর্তা জাকিরুল ইসলামের জমি দখলের জন্য এই গ্রামের আলম, কবির, সুজার নেতৃত্বে মেরিন, সাকিব, রিফাত, সাইদ, সামিনুর, সমুন, হাসান, মুজাহিদ, জিল্লুরসহ-২৫/৩০জন ব্যক্তি দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে তারা লোহার রড, জিআই পাইপ, লাঠি সোটা নিয়ে হামলা চালায়। তাদের সন্ত্রাসী হামলায় আজিজ-কোঅপারেটিভ-কমার্স-এন্ড-ফাইন্যান্স-ক্রেডিট-সোসাইটি-লিঃ ব্যাংক এর সেকেন্ড অফিসার জাকিরুল ইসলাম (৩৫), হালিমা খাতুন (৩০), আল আমিন (২৭), আলমগীর হোসেন (২০) ও আব্দুল্লাহ (২২) আহত হয়েছে।