হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি:

জুন ২০২৩ মাসে তদন্ত ও অপরাধ দমন পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান ও রেঞ্জের শ্রেষ্ঠ এসআই মো:আব্দুল বাকি বিল্লাহ।

বৃহস্পতিবার(৬ জুন) সকাল ১০ টায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) জুন/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয় সাতক্ষীরা জেলা পুলিশ।

খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নিকট হতে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, শ্রেষ্ঠ সার্কেল(সদর) জনাব মীর আসাদুজ্জামান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান, কলারোয়া থানা এবং শ্রেষ্ঠ এসআই(নিঃ)/মোঃ আব্দুল বাকী বিল্লাহ, কলারোয়া থানা পুরস্কার গ্রহণ করেন।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ রহমান ও কলারোয়া থানা এস আব্দুল বাকি বিল্লাহ খুলনা রেঞ্জ শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার পরে বিভিন্ন সামাজিক , রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন কলারোয়া থানা আইন শৃঙ্খলা আরও একধাপ এগিয়ে গিয়েছে কলারোয়া অফিসার ইনচার্জ মোস্তাফিজ রহমান হাত ধরে। অনেকে মনে করেন ওসি কলারোয়া দায়িত্ব পাওয়ার পর থেকে এলাকায় আইন শৃঙ্খলা বিরাজমান রয়েছে সব ধরনের মাদক অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে তার অগ্রণী ভূমিকার জন্য সকল মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে এস আই আব্দুল বাকি বিল্লাহ সাংবাদিকদের কে জানান, কলারোয়া থানা ওসি মোহা: মুস্তাফিজুর রহমান স্যারের নির্দেশ অনুযায়ী আমরা দিনরাত আইন শৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। তারই অবদান হিসেবে আজ আমি এই পুরস্কার পেয়েছি। থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান স্যারকে ধন্যবাদ জানিয়েছেন এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জ ডিএইজি মঈনুল হক বিপিএম(বার), সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম (বার) স্যার, সার্কেল পুলিশ সুপার মীর আসাদুজ্জামান স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, কলারোয়া থানা যে কোন অপরাধ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে। কলারোয়ায় শান্তি শৃঙ্খলা বুঝিয়ে রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে কলারোয়া থানা পুলিশ।এই সময় তিনি কলারোয়ার সর্বোত্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন