নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়ায় অবৈধ মাটিবাহী ট্রলির চাপায় সুরাইয়া খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের বাসিন্দা ওজিয়ার রহমান গাজীর কন্যা এবং কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে কলারোয়া-বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো সুরাইয়া খাতুন একটি ইজিবাইকে করে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। এসময় হঠাৎ করে একটি মাটিবাহী ট্রলি সড়ক পার হওয়ার চেষ্টা করলে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সুরাইয়া রাস্তায় ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
