নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। আজ ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, হিজলদী এবং সুলতানপুর বিওপি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, হিজলদী বিওপির একটি আভিযানিক দল কলারোয়া থানাধীন বড়ালি নামক স্থান থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপি কলারোয়ার চান্দা এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়া সুলতানপুর বিওপি তালশারি নামক স্থান থেকে আরও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রী-পিস ও গাউন জব্দ করে। অভিযানে সব মিলিয়ে সর্বমোট ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি জানান, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং দেশের রাজস্ব রক্ষায় বিজিবি’র এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
