হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা দিলেন গোলাম মোরশেদ

নিজস্ব প্রতিনিধি :

দিন বদলের অভিযাত্রায় স্মার্ট সমৃদ্ধ সাতক্ষীরা সদর উপজেলা গড়ার প্রত্যয়ে আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা দিলেন সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোরশেদ। তিনি (১৭জানুয়ারি) বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপরোক্ত কথা বলেন।

এ সময় মোঃ গোলাম মোরশেদ আরও বলেন, মার্চে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগের দলীয় একজন কর্মী হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের একজন দলীয় মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশ রত্ন শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন তাহলে আমি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবো। আর দলীয় মনোনয়ন না পেলে দলের সভানেত্রী যে সিদ্ধান্ত ও যে দিক নির্দেশনা দিবেন তাই মেনে চলবো। আর যদি দলীয় প্রতিক বিহীন নির্বাচন উনমুক্ত করে দেন। সে ক্ষেত্রে নির্বাচন করতে কোন বাধা না থাকে সে ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের সাথে নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেব। দলের দূর্দিনে ও সুখে দুখে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি। ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলার উন্নয়নে কাজ করেছি। সেই থেকে এখনো দলীয় নেতা-কর্মীসহ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। চলার পথে অনেক ভূল ত্রুটি হয় সে গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি নির্বানচ করতে পারি। জয়ের জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন বলে আমি প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ডাঃ মুনসুর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, সাতক্ষীরা ১নং বাশদা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মিলন হোসেন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, বল্লি ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াদুর রহমান লালটু, লাবসা ইউনিয়নের সাধারণ সম্পাদক সজল, যুবলীগ নেতা সাজুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন