হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ২৫ বোতল মদ ও ৬১ বোতল ফেন্সিডিলসহ প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় ২৫ বোতল মদ ও ৬১ বোতল ফেন্সিডিলসহ প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার দুটি উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ বোতল মদ ও ৬১ বোতল ফেন্সিডিলসহ প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনভর সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, কুশখালী ও তলুইগাছা এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া সীমান্ত থেকে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিকালে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকা থেকে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, একই উপজেলার কুশখালী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের শশ্মান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং তলুইগাছা বিওপির সদস্যরা সীমান্তের দক্ষিণ কেড়াগাছি মাঠ নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন।

এদিকে, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের ভাদিয়ালী নামক স্থান থেকে পৃথক অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ, ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতয়ি শাড়ি জব্দ করেন। এছাড়া চান্দুরিয়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের কাদপুর ও গোয়ালপাড়া নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ ও ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেন। জব্দকৃত মালামালের বাজার মূল্য ৩ লাখ ৭১ হাজার ৯ শত টাকা।

বিজিবি অধিনায়ক প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, চোরাকারবারী কর্তৃক উক্ত মালামাল গুলো শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার কালে বিজিবি টহলদল সেগুলো জব্দ করেন। জব্দকৃত এসব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রাখা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন