হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো আওয়ামী লীগ আবার ফিরবে,তদন্ত শুরু 

সাতক্ষীরায় হাসপাতালের বিলবোর্ডে ভেসে উঠলো আওয়ামী লীগ আবার ফিরবে,তদন্ত শুরু 

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে আকস্মিকভাবে ভেসে উঠেছে-জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে। সোমবার রাতে এমন বার্তা প্রদর্শিত হলে স্থানীয়দের মধ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হৈচৈ পড়ে যায়। এঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডটিতে আচমকা এই বার্তা ফুটে ওঠে। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। কেউ একে ডিজিটাল বিলবোর্ড হ্যাকিং বলে সন্দেহ করছেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলেও মনে করছেন। তবে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই সেখানে হাজির হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এসময় তারা হাসপাতাল ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, জ্বালো জ্বালো আগুন জ্বালোসহ নানা রকম স্লোগান দিতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন বলেন, ১৭ মার্চকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে এমন ঘটনা ঘটানো হয়েছে।তিনি বলেন, হাসপাতাল মালিককে ফোন দেওয়া হয়েছিল। তিনি ঘটনাস্থলে আসতে চাচ্ছেন না। এজন্য হাসপাতাল ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং কে বা কারা, কিভাবে এই বার্তা প্রচার করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন