নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় রামকৃষ্ণ দেবনাথ(৫০) নামে এক পান ব্যাবসায়ী নিহত হয়েছে ও আহত হয়েছে একজন। তাৎক্ষনিকভাবে আহত ঐ ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ঋ-শিল্পীর সামনে এই দূ্র্ঘটনা ঘটে।
নিহত ঐ পান ব্যবসায়ী সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বিঞ্চুপদ দেবনাথের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রামকৃঞ্চ দেবনাথ পান কিনতে বাইসাইকেল যোগে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ঋ-শিল্পির সামনে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিললে দুজনেই রাস্তায় পড়ে গুরত্বর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্তায় রামকৃঞ্চ দেবনাথ মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্য আসাদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহতের খবরটি রামকৃঞ্চের পরিবারকে জানানো হয়েছে। তার মরাদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পড়ে রয়েছে।