আক্তারুজ্জামান বাচ্চু :
সাতক্ষীরা পৌরসভার প্রত্যেক অসচ্ছল পরিবারে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রুটি ও গুড় বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় পুরাতন সাতক্ষীরায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিষদের সহ-সভাপতি আঃ আলিম, আওয়ামীলীগ নেতা শেখ নূরুল হক, কবির হোসেন প্রমুখ।
কর্মসুচিতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, সাবেক ছাত্রনেতা বসির আহমেদ, আব্দুর রউফ খোকন, মোঃ নূরুল হক, আঃ রহমান, রুহুল আমিন, কামরুজ্জামান জালাল, ইয়াসিন আলী, সিরাজুল ইসলাম ডালিম।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি জানান, প্রতিদিন সন্ধ্যায় পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি অসচ্ছল পরিবারে ১০ টি করে আটার তৈরি রুটি ও আড়াইশ গ্রাম গুড়ের প্যাকেট পৌঁছে দেওয়া হবে। রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, আজ সন্ধ্যা থেকে খাদ্য সরবরাহ করা হবে।