হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় স্বামী বাসায় ফিরে দেখলেন গলায় রশি দিয়ে আড়ার সঙ্গে ঝুলছে স্ত্রী

সাতক্ষীরায় স্বামী বাসায় ফিরে দেখলেন গলায় রশি দিয়ে আড়ার সঙ্গে ঝুলছে স্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা তালা উপজেলার পল্লীতে জ্যোতি খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে তালার পাটকেলঘাটার বলফিল্ড এলাকার একটি ভাড়া বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সে। নিহত ওই গৃহবধু খুলনা সদরের সানী মোড়লের স্ত্রী।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে করে সানী ও জ্যোতি । সানি পাটকেলঘাটার বাঁধন শপিং কমপ্লেক্সে সেল ম্যান হিসাবে কর্মরত। কাজের সুবাদে তারা বলফিল্ড এলাকার সামসুর মিয়ার বাড়ীতে ভাড়া থাকত।  গতকাল শুক্রবার  রাত ১০ টার দিকে সানি বাসায়  গিয়ে দেখতে পায় স্ত্রী গলায় রশি  দিয়ে আড়ার সঙ্গে ঝুলছে।
পরে এলাকাবাসীর  সহযোগিতায় দরজা ভেঙ্গে  সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাড়ির মালিক সামছুর মিয়া জানান, স্বামী স্ত্রী দুজনে আমার বাসায় ভাড়া থাকত। তাদের মধ্যে সম্পর্ক বেশ ভাল ছিল।গতকাল রাতে ছেলেটি কাজ থেকে ফিরে দেখে তার স্ত্রীর ঘরের আড়ার সঙ্গে  গলায়  রশি দিয়ে ঝুলছে। এরপর  এলাকাবাসীর সহযোগিতায় স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মাইনুউদ্দীন জানান, ঘটনাটি তিনি শুনছে তবে লাশ হাসপাতালে পৌঁছানোর পর বিষয়টি  সদর থানা পুলিশ দেখছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (ওসি),শামিনুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই  লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন