হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত, তবে, করোনার কারণে এবার বসেনি ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

সাতক্ষীরায় সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত, তবে, করোনার কারণে এবার বসেনি ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ

নিজস্ব প্রতিনিধঃ

আজ বৃহস্পতিবার হিন্দু শাস্ত্রানুযায়ী সর্প দেবী মা মনসা পূজা অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরায়।
শহরের পলাশপোলে প্রাচীনতম বটবৃক্ষতলে অনুষ্ঠিত এই পূজায় শত শত নারী ও পুরুষভক্ত দুধ কলা ও অন্যান্য উপকরণ দিয়ে মা মনসার পূজা দেন। এ সময় সর্প দেবীকে তুষ্ট করতে মনসার পালা গান অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে সাতক্ষীরার পলাশপোলে প্রাচীনতম গুড়পকুরপাড়ের এই বটবৃক্ষ তলায় বসে মা মনসার পূজা ও একই উদ্বোধন করা ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। কিন্তু এবার করোনা মহামারির কারণে মেলা না বসলেও মা মনসা পূজা সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন