নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাত বিনা সরিষা-৪ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিকস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলার কলারোয়া উপজেলার ঝাপাঘাট এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র’র বাস্তবায়নে ও রাজস্ব খ্যাতের অর্থায়নে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংয়ের মহাপািরচালক ডা. বীরেশ কুমার গোস্বামী।
বক্তব্য রাখেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক বিনা ময়মনসিং ড. মো. মন্জুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ^াস, কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহসীন আলী, বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া উপসহকারি কৃষি কর্মকর্তা সমীর কুমার ঘোষ, শৈখ আবুল হাসান, কৃষক মিলন হোসেন, কৃষক আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্রর এসও সেলিম রেজা।
পূর্ববর্তী পোস্ট