নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পিকআপ মিনি ট্রাক ষ্ট্যান্ডের পরিচালনা কমিটির সভায় জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে শ্রমিকদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। সোমবার (২৯ জুলাই) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের ইাটাগাছা হাটের মোড়ে আনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা পিকআপ মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল মোড়লের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু।
এর আগে সাতক্ষীরা জেলা পিকআপ মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।