হোম অন্যান্যলিড নিউজ সাতক্ষীরায় মৃত্যু বরণকারী এই প্রথম এক জনের করোনা পজিটিভ, জেলায় নতুন করে ৯ জনসহ মোট ১৫৫ জন

সাতক্ষীরায় মৃত্যু বরণকারী এই প্রথম এক জনের করোনা পজিটিভ, জেলায় নতুন করে ৯ জনসহ মোট ১৫৫ জন

কর্তৃক
০ মন্তব্য 119 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। এটাই সাতক্ষীরায় সরকারি হিসেবে করোনায় প্রথম মৃত্যু। মৃতের নাম অনিল বিশ্বাস (৬৮)। তার বাড়ি দেবহাটা উপজেলার রতেশ্বরপুর এলাকায়। গত ২২ জুন বিকেলে শ্বাসকষ্ট নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

ওইদিন রাতে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ২৩ জুন বেলা ১১টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্য বিধি অনুসরণ করে তার মরদেহের সৎকার করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। তবে করোনার উপসর্গ নিয়ে এপর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও হটাৎ করেই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত ১হাজার ৮৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ১হাজার ৪৩৯ জনের রিপোর্ট এসেছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন