হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের দুই গ্রুপ দুই সংসদ প্রার্থীকে সমর্থন

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের দুটি গ্রুপ সাতক্ষীরা সদর-২ আসনের দুই সংসদ প্রার্থীকে এবার সমর্থন জানিয়েছেন। এক গ্রুপ ১৪ দলীয় মহাজোটের জাট প্রার্থী লাঙ্গল প্রতিকের আশরাফুজ্জামান আশুকে এবং অপর গ্রুপ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সমর্থন জানিয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক গ্রুপ মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশুকে সমর্থন জানান এবং অপর গ্রুপ বেলা ১২ টায় বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মুনজিতপুরস্থ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাকে সমর্থন জানান।

মহাজোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশুকে যারা সমর্থন জানিয়েছেন তারা হলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধাা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বি.এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জাজ, বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুজ্জামান খোকনসহ আরো অনেকে। এ সময় সেখানে মহাজোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রত্যাহার হওয়া নৌকার প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, জেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদসহ আরো অনেকে।

অপরদিকে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে যারা সমর্থন জানিয়েছেন তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা এম.এ খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আদর আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্বআব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান চুয়ে, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আজিজ হাসানসহ আরো অনেকে।

দুই গ্রুপের মত বিনিময় সভায় বক্তারা, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের এক গ্রুপ লাঙ্গল ও অপর গ্রুপ ঈগল প্রতীকে ভোট দিয়ে তাদের স্ব স্ব প্রার্থীকে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত কনে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তারা তাদের স্ব-স্ব প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবেন বলে জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন