হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় মাত্র ৫ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে ভ্যানচালকের ঘুষিতে এক কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি :

মাত্র ৫ টাকা ভ্যান ভাড়া কম দেওয়ার জের ধরে সাতক্ষীরায় ভ্যানচালকের ঘুষিতে মোঃ মোমরেজুল ইসলাম(৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার(১৯ মার্চ) রাত ১০টায় সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোমরেজুল ইসলাম একই এলাকার জহুরুল ইসলামের পুত্র। ঘটনার পর থেকে হামলাকারী ভ্যানচালক মিন্টু পলাতক রয়েছে।

নিহতের স্বজন মোঃ রাসেল জানান, গতকাল রাতে ভ্যানে চড়ে আসার পর মোমরেজুলের সাথে ভ্যানচালক মিন্টুর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মিন্টু তাকে উপর্যুপরি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মোমরেজুলকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোমরেজুলের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আসামী একই এলাকার শফিকুল ইসলামের পুত্র মিন্টুকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি এখনও খুলনা ২৫০ শয্যা হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন